বইমেলা প্রাঙ্গণে কঠোর নজরদারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
দিনটি ছিল ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। বইমেলা জমজমাট হয়ে উঠেছে। স্ত্রী রাফিদা আহমেদ বন্যার সঙ্গে বইমেলায় গিয়েছিলেন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। সন্ধ্যার পর বইমেলা থেকে বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের গেট পার হতেই হঠাৎ পেছন থেকে হামলার শিকার হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন এ প্রকৌশলী, ব্লগার ও লেখক। হামলার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেই রাতেই মারা যান তিনি। মারাত্মক জখম হন স্ত্রী বন্যাও।
শুধু অভিজিৎ রায়ই নন, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ড. হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১২ আগস্ট জার্মানিতে তার মৃত্যু হয়।
পাঠক, লেখক, প্রকাশকে বইমেলা হয়ে ওঠে বইপ্রেমীদের মিলনমেলা। শুধু দেশের নানা প্রান্ত নয়, ভিনদেশ থেকেও প্রাণের মেলায় বইয়ের টানে চলে আসেন অনেকে। আর সেই প্রাণের মেলায়ও ঘটে এমন নারকীয় হত্যাকাণ্ড, যৌন হয়রানি, চুরিসহ নানা ঘটনা। তবে অতীতের এসব ঘটনাকে সামনে নিয়ে বইমেলা ঘিরে এখন আইন-শৃঙ্খলা বাহিনীর থাকে নানা কর্মযজ্ঞ।
বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে রয়েছে কঠোর নজরদারি। বাংলা একাডেমিতে একটি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে চারটি প্রবেশপথে তল্লাশি, মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, মেলা প্রাঙ্গণসহ আশপাশ এলাকাকে তিন শতাধিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।
পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী আইন-শৃঙ্খলা সদস্যের পাশাপাশি মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেল ও গাড়ি টহলসহ সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান, সিটি এসবি ও ডগ স্কোয়াড সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মেলাজুড়ে প্রতিদিন গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব, পুলিশ, আনসার, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য দায়িত্ব পালন করছেন।
মেলায় আগত ব্যক্তিদের সঙ্গে নিয়ে আসা ব্যাগ কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশ পথেই তল্লাশি করছেন আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। ভেতরেও রয়েছে নজরদারি। ফলে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে লেখক, প্রকাশক ও পাঠকদের।
বইমেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর রাস্তা পুরোপুরি বন্ধ। সেই সঙ্গে আছে পুলিশের তল্লাশি চৌকি। দোয়েল চত্বর গেটে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা সেলিম হোসেন জানান, মেলায় অনুমোদন ছাড়া কোনো গাড়ি আমরা ঢুকতে দিচ্ছি না। সন্দেহজনক কিছু দেখলে বা মনে হলে তাদের চেক করি। তারপর মেলার মূল গেটে তল্লাশি চলে।
প্রকাশকদেরও এক ধরনের শঙ্কা তৈরি হয় মেলাকে কেন্দ্র করে। নানা ধরনের বই প্রকাশের ফলে এই শঙ্কাটা তৈরি হয় বইমেলায় আগত প্রকাশকদের। তবে এবার এ ধরনের কোনো শঙ্কা কাজ করছে না বলে জানান তারা।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, গত ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়েছে, গত ৯ দিনে অত্যন্ত সুন্দরভাবে খুবই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। যারা মেলায় এসেছেন তারা সবাই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। নিরাপত্তা ব্যবস্থায় আমরা প্রথমেই যেটা নির্ধারণ করেছিলাম সেই নিরাপত্তা ব্যবস্থাই আছে। এটাই থাকবে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তাজনিত কোনো হুমকি পাইনি।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি

